Logo

রাজনীতি

ডাকসু নির্বাচনে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করছে শিক্ষার্থীরা : ইসলামী আন্দোলন

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩

ডাকসু নির্বাচনে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করছে শিক্ষার্থীরা : ইসলামী আন্দোলন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীরা দুর্বৃত্তায়িত ও চাঁদাবাজ রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ঢাবির শিক্ষার্থীদের সময়োপযোগী সিদ্ধান্ত প্রমাণ করেছে যে আগামীতে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব। পেশীশক্তির ব্যবহার করে বেশি দূর যাওয়া যায় না— এটি ছাত্ররা দেখিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা স্পষ্ট বার্তা দিয়েছে— যেনতেনভাবে নির্বাচন ও ক্ষমতায় যাওয়ার সুযোগ আর দেবে না। রাজনৈতিক দলগুলোকে সুবিধাবাদী মানসিকতা থেকে বের হয়ে সৎ, অংশগ্রহণমূলক ও সংস্কারমুখী রাজনীতি গড়ে তুলতে হবে।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, এ প্রজন্ম দুর্বৃত্তায়িত ও চাঁদাবাজ রাজনীতি প্রত্যাখ্যান করছে এবং পরিবর্তনের দাবি তুলছে। যদি রাজনীতি শুধু মিথ্যাচার, চাঁদাবাজি ও ক্ষমতা দখলের লড়াই হয়, তবে তা টেকসই হবে না। জনগণ বিকল্প খুঁজছে। রাজনৈতিক দলগুলোর এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, নইলে ভবিষ্যৎ অন্ধকার হবে।

তিনি মনে করেন, শিক্ষার্থীদের এ অবস্থান আগামী দিনের জন্য একটি ভালো নির্বাচন এবং উন্নত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হবে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ডাকসু নির্বাচন ২০২৫

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর