ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান তারেক রহমানের

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৬

ছবি : সংগৃহীত
ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়ন বন্ধে ইসরায়েল সরকারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।
তারেক রহমান ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘বিশ্বজুড়ে বসবাসকারী বাংলাদেশিরা সহিংস ঔপনিবেশিক নিপীড়ন ও উচ্ছেদের বিরুদ্ধে ফিলিস্তিনের ভাইবোনদের পাশে রয়েছে। এছাড়া ইসরায়েলি বসতি সম্প্রসারণের সাম্প্রতিক পরিকল্পনাকে হৃদয়বিদারক ও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য হুমকিস্বরূপ বলে আখ্যায়িত করেন তিনি।’
তিনি আরও বলেন, ‘অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কর্মরত। তাদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। সবশেষে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃঢ় আহ্বান জানিয়ে বলেন, গাজার ওপর ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডে চাপ প্রয়োগ করতে হবে এবং আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতকে দ্রুত গণহত্যার রায় দিতে হবে।’
ডিআর/এএ