৩০ টাকায় ফরম কিনে হতে পারেন বিএনপির গর্বিত সদস্য : ডা. জাহিদ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯

ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সারাদেশে এক কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু করেছে। প্রতিটি সদস্য ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩০ টাকা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড.এম. জাহিদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ত্রিশ টাকা দিয়ে ফরম কিনে আপনি বলার অধিকার পাবেন, আমি একজন বিএনপির সদস্য।’
তিনি আরও বলেন, ‘বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল, যার কয়েক কোটি সমর্থক রয়েছে। আমরা সারা দেশে আরও এক কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে কাজ করছি।’
ডা. জাহিদ হোসেন বলেন, ‘৩০ টাকা দিয়ে সদস্য ফরম সংগ্রহের মাধ্যমে একজন ব্যক্তি শুধু সদস্যই হবেন না, বরং নিজেকে দলের প্রতিনিধি হিসেবে গর্বের সঙ্গে পরিচয় দিতে পারবেন। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ২০০ জন নারী ও পুরুষ সদস্য সংগ্রহ করা হবে। দেশের ৫০ শতাংশ জনগণ নারী, তাই তাদের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।’
তিনি তারেক রহমানকে গণতন্ত্র ও জনগণের অধিকারের রক্ষক হিসেবে উল্লেখ করে বলেন, ‘তারেক রহমান কেবল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই নন, তিনি আগামী প্রজন্মের জন্য সুখী, সমৃদ্ধ ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ার নেতা।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এবং সঞ্চালনায় ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এসএম রুহুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং সদস্য সংগ্রহ কর্মসূচিকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করেন।
এআরএস