‘শাপলার শহীদদের রাষ্ট্রীয়ভাবে নিয়মিত ভাতা প্রদান করতে হবে’

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক বলেছেন, যেভাবে একাত্তরের এবং চব্বিশের শহীদদের পরিবারের জন্য সরকারীভাবে ভাতা প্রদান করা হয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিত্তি গড়ে তোলা শাপলার শহীদদের জন্যও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়মিত ভাতা প্রদান করতে হবে।
গতকাল (১২ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে রাজধানীর মুহাম্মদপুরের হলি উম্মাহ মিলনায়তনে ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম’র নিয়মিত মাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, শাপলার এই অবিনাশী চেতনাকে যথাযোগ্য মর্যাদায় আগামী প্রজন্মের কাছে তুলে ধরা এবং জাতিকে স্বাধীন ধর্মীয় চিন্তার সুযোগ করে দিতে ও অরক্ষিত দেশকে সুরক্ষিত করার আন্দোলনে জীবন দিয়ে ত্যাগ স্বীকার করা শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শাপলা স্মৃতি সংসদ ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে চলেছে। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালের শাপলা গণহত্যায় নিহত শহীদ পরিবারকে নিয়মিত মাসিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে শাপলা স্মৃতি সংসদের তত্ত্বাবধানে ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম’ ইতোমধ্যেই গঠিত হয়েছে।
অনুষ্ঠানে শহীদ পরিবারদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রম ধাপে ধাপে অন্যান্য শহীদ পরিবারগুলোকেও অন্তর্ভুক্ত করবে এবং ইনশাআল্লাহ নিয়মিত মাসিক সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ এবং মিডিয়া সম্পাদক মাওলানা আরিফুর রহমান প্রমুখ।
ডিআর/আইএইচ