Logo

রাজনীতি

মাহফুজের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে : নাহিদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৫

মাহফুজের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে : নাহিদ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে, তারাও ভুগবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, মাহফুজ আলমকে লন্ডনে হামলার লক্ষ্য করা হয়েছে এবং এর আগে আমেরিকাতেও হামলা ও অপদস্ত করার চেষ্টা করা হয়েছে।

গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র বলে মন্তব্য করে নাহিদ ইসলাম স্ট্যাটাসে দাবি করেন, ‘বারবার মাহফুজ আলমের ওপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলার কারণ তিনিই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হবো। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখেছি। মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে, তারাও ভুগবে।’

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করছে। মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পর অন্তর্ভুক্তি, দায় ও দরদের রাজনীতির কথা বললেও দেশের রাজনৈতিক বাস্তবতা সেই পথে যায়নি। নাহিদ ইসলাম আশঙ্কা প্রকাশ করেন, ‘ফ্যাসিবাদ বিরোধীতার নামে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু হচ্ছে, যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে পুনরুজ্জীবিত করবে।’

স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এবং সরকারের কোনো উপদেষ্টা বা প্রেস সচিবও মন্তব্য করেননি। তিনি বলেন, ‘সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি হয়েছে। এই সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি এবং রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।’

উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস) ক্যাম্পাসে আয়োজিত এক সেমিনার থেকে হাই কমিশনের গাড়ি বের হলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তাতে আছেন মনে করে হামলার চেষ্টা করেন সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা। পুলিশের বাধা পেলে তারা গাড়িতে ডিম ছুড়ে মারেন। তবে ওই গাড়ির ভেতর মাহফুজ আলম ছিলেন না বলে দাবি করেছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন। 

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাহফুজ আলম নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকার জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর