৪ দফা দাবিতে কর্মসূচি দেবে বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩

অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে কর্মসূচি ঘোষণার লক্ষ্যে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস। আজ রোববার বেলা ১১টায় খেলাফত মজলিস, আগামীকাল সোমবার ইসলামী আন্দোলন এই সংবাদ সম্মেলন করবে।
মূলত দল দুটি জুলাই সনদের বাস্তবায়নসহ সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরি করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে।
এ ব্যাপারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম গতকাল শনিবার একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, মৌলিক সংস্কার সম্পন্ন না করে, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করেই যেনতেন উপায়ে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও পুরোনো অশুভ আবর্তে নিক্ষেপ করার বন্দোবস্ত করা হচ্ছে। এমন বাস্তবতায় স্বৈরাচারবিরোধী সব রাজনৈতিক, সামাজিক শক্তি একত্রিত হয়ে যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে।
ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘আমাদের দাবি সুস্পষ্ট। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, এর আইনি ভিত্তি চাই। দ্রুততার সঙ্গে ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে চাই। ফ্যাসিবাদের দোসরদের রাজনীতিতে পুনর্বাসন বন্ধ করতে চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। আমাদের অবস্থান কোনো দলের বিরুদ্ধে নয়। বরং জুলাই অভ্যুত্থানের রক্ত ও জীবনের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের এই অবস্থান। ১৫ সেপ্টেম্বর, সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবির পক্ষে আমাদের কর্মসূচি তুলে ধরা হবে।’
পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, ‘সমমনা আট দলের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দল পৃথকভাবে কর্মসূচি ঘোষণা করবে। তারই ধারাবাহিকতায় আজ রোববার বাংলাদেশ খেলাফত মজলিস সংবাদ সম্মেলন করছে। দলের আমির মাওলানা মামুনুল হক গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন এবং যুগপৎ আন্দোলনের কর্মসূচির ঘোষণা করবেন।
উল্লেখ্য, গতকাল দেশের কয়েকটি শীর্ষ গণমাধ্যমে ‘চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আট দল’ শিরোনামে সংবাদ প্রচার হয়। দলগুলো হলো- জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। তবে রাতেই এ সংবাদকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবি পার্টি ও এনসিপি। তাদের মতে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেননি তারা।
ডিআর/আইএইচ