Logo

রাজনীতি

পিআরসহ ৫ দাবিতে রাজপথে নামছে জামায়াত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮

পিআরসহ ৫ দাবিতে রাজপথে নামছে জামায়াত

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

জামায়াতের ঘোষিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে— সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে পিআর পদ্ধতির বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা, রাজনৈতিক বৈচিত্র্যের স্বীকৃতি ও ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ।

দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব চাই। রাজনৈতিক বৈচিত্র্য ও ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই।’

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ, ২৬ সেপ্টেম্বর প্রতিটি জেলা ও উপজেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

জামায়াতের নেতারা জানিয়েছেন, ৫ দফা দাবি পূরণ না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর