-68c7ea4ca5d4f.jpg)
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
জামায়াতের ঘোষিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে— সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে পিআর পদ্ধতির বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা, রাজনৈতিক বৈচিত্র্যের স্বীকৃতি ও ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ।
দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব চাই। রাজনৈতিক বৈচিত্র্য ও ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই।’
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ, ২৬ সেপ্টেম্বর প্রতিটি জেলা ও উপজেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
জামায়াতের নেতারা জানিয়েছেন, ৫ দফা দাবি পূরণ না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।
এনএমএম/এমবি