Logo

রাজনীতি

পিআর না বুঝলে রাজনীতি থেকে ছিটকে পড়বেন : মুফতি ফয়জুল করীম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৬

পিআর না বুঝলে রাজনীতি থেকে ছিটকে পড়বেন : মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, রাষ্ট্র হবে জালেমের বিরুদ্ধে মাজলুমকে রক্ষার প্রতিষ্ঠান। কিন্তু বিগত ৫৪ বছরের যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা রাষ্ট্রকে জুলুমের প্রতিষ্ঠান বানিয়ে সাধারণ ও গরীব মানুষের ওপরে অত্যাচার করেছে। জুলাই অভ্যুত্থানের পরে এখন সুযোগ এসেছে রাষ্ট্রকে নতুন করে নির্মাণ করা। রাষ্ট্রকে এমনভাবে নির্মাণ করতে হবে যেনো তা মাজলুমের পক্ষে দাড়ায়, ক্ষুধাতুরের খাবারের ব্যবস্থা করে, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, আশ্রয়হীনকে আশ্রয় দেয়। সেই রাষ্ট্র নির্মাণ করার জন্য পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে।

আজ বুধবার ১৭ সেপ্টেম্বর বিকালে পুরান ঢাকার সলিমুল্লাহ এতিমখানার সন্মুখে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শায়েখে চরমোনাই।

ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে শায়েখে চরমোনাই বলেন, এই অঞ্চলের মুসলমানদের ইতিহাস সমৃদ্ধ ও রক্তে রাঙ্গা। ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ অবধি আমরা জীবন ও রক্ত দিয়ে আসছি। কিন্তু আজো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। কুকুর-বিড়াল নিয়ে ছবি তোলা হয় অথচ হাজারো মানুষ রাস্তায় না খেয়ে খোলা আকাশের নিচে ঘুমায়। এই অবস্থার পরিবর্তন হতে হবে। তাই আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিন। আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে কোন মানুষ ক্ষুধায় কষ্ট পাবে না। কোন মানুষ খোলা আকাশের নিচে থাকবে না। কেউ জুলুমের শিকার হবে না। কেউ মিথ্যা মামলায় জর্জরিত হবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আরও বলেন, যারা বলছে  ‘পিআর খায় না মাথায় দেয়’ তারা পুরোনো বন্দোবস্তকে জারি রাখতে চায়। যারা সন্ত্রাস, চাঁদাবাজী ও দখলদারীর রাজনীতি করতে চায় তারাই পিআরের বিরোধিতা করে। কিন্তু দেশের মানুষ পুরোনো ব্যবস্থার পরিবর্তন চায়। সাধারণ জনতা পিআর চায়। যারা পিআর বোঝেন না তারা রাজনীতি থেকে ছিটকে যাবেন।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাব আবুল কাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ, যুব নেতা ইলিয়াস হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন নুরসহ মহানগর ও থানা নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সমাবেশে আলহাজ্ব আব্দুর রহমানকে ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর