আগামী নির্বাচনে জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটবে : শাহজাহান

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৩
-68cbd62846db8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘আমরা চাই আগামী নির্বাচনে জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটুক। জনগণকে অন্ধকারে রেখে, বোকা বানিয়ে দেশে যেন আর কোন ভোট না হয়। জনগণ যেন তাদের প্রতিনিধিকে অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচিত করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।’
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে যুগান্তর ক্রীড়া সংঘের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান এবং ৫২ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
শাহজাহান আরও বলেন, ‘সুষ্ঠু রাজনৈতিক চর্চা স্কুল ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করতে হবে। রাজনীতি মানে লুটপাট বা চাঁদাবাজি নয়। রাজনীতি মানে মানুষকে ভালোবাসা, মানুষকে সম্মান দেওয়া এবং দেশকে ভালোবাসা।’
ভুলুয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুগান্তর ক্রীড়া সংঘের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবলু এবং সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আলোসহ অনেকে।
উল্লেখ, গত ২০২৪ সালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৮৭৬ শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ২৬ শিক্ষার্থী কৃতকার্য হয়।
দ্বীপ আজাদ/এআরএস