Logo

রাজনীতি

রাজধানীতে ৭ দলের বিক্ষোভ, পল্টন-গুলিস্তানে তীব্র যানজট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩

রাজধানীতে ৭ দলের বিক্ষোভ, পল্টন-গুলিস্তানে তীব্র যানজট

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীতে আসন্ন সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) ব্যবস্থা চালুসহ ৪ অভিন্ন দাবিতে পৃথক কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৭টি রাজনৈতিক দল। এ কর্মসূচির কারণে পল্টন, গুলিস্তান, সচিবালয় ও মতিঝিল এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে রাজধানীর পুরানা পল্টন, বায়তুল মোকাররম ও জাতীয় প্রেসক্লাব এলাকায়  বিক্ষোভ কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ৭টি রাজনৈতিক দল।

এদিকে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পুরানা পল্টন, গুলিস্তান ও বায়তুল মোকাররম গেট থেকে বিক্ষোভ শুরু হয়। হাতপাখা প্রতীকের একটি মিছিল বায়তুল মোকাররম থেকে পুরানা পল্টন হয়ে দৈনিক বাংলার মোড়ের দিকে গেলে পুলিশ সাময়িকভাবে দুই পাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। এতে যানবাহন আটকে পড়ে দীর্ঘ সারি গড়ে ওঠে। অনেক যাত্রীকে গন্তব্যে যেতে নেমে হাঁটতে দেখা যায়।

আকাশ পরিবহনের চালকের সহকারী মো. সুমন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় গেট থেকে আসার সময় রাস্তা বেশ স্বাভাবিক ছিল। কিন্তু গুলিস্তান এলাকায় ঢুকতেই ভয়াবহ জ্যামে পড়েছি। আধা ঘণ্টারও বেশি সময় লাগছে পুরানা পল্টন মোড় পার হতে।’

বিক্ষোভে অংশ নেওয়া ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা জানান, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই সনদের বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন এবং অভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার কার্যকর করা।

৭ দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীতে বিক্ষোভের পর শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিভাগীয় শহরগুলোতে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে অংশ নিচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। দলগুলোর ঘোষিত দফার সংখ্যা ভিন্ন হলেও মূল দাবি প্রায় অভিন্ন বলে জানা গেছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যানজট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর