নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে : জামায়াত

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৭

ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদেও জনআকাঙ্খা বাস্তবায়ন হয় নাই। এটির আইনি ভিত্তি তৈরি করতে হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘জুলাই সনদেও জনআকাঙ্খা এখনও বাস্তবায়ন হয়নি। নির্বাচন অনুষ্ঠানের আগে এর আইনি ভিত্তি তৈরি করতে হবে। এছাড়া গণভোটের মাধ্যমে এর সংস্কারও নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে দেশে নতুন ধরনের ফ্যাসিবাদী পরিস্থিতি সৃষ্টি হবে, যা জনগণ মেনে নেবে না। নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার কার্যকর করা আবশ্যক। পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন হতে হবে। জনগণ চাইলে সরকারের বাধাগ্রস্ত হওয়া মানা যাবে না।’
গোলাম পরওয়ার উল্লেখ করেন, ‘আজকের সমাবেশে মানুষের ঢল নেমেছে। স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চতুর্মুখী চেষ্টা করা হচ্ছে। তবে কিছু দল প্রভাব খাটানোর চেষ্টা করছে, যা সরকারের কার্যক্রমে প্রভাব ফেলছে।’
জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং গণহত্যা ও জেল-জুলুমের বিচার নিশ্চিত করার ওপর কেন্দ্র করে জামায়াত এই আন্দোলন পরিচালনা করছে। এই বিক্ষোভই ৩ দিনের যুগপৎ কর্মসূচির অংশ।
এনএমএম/এএ