Logo

রাজনীতি

সিপিবির কংগ্রেসে ১৪ দেশের কমিউনিস্ট পার্টির শুভেচ্ছা বার্তা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০২

সিপিবির কংগ্রেসে ১৪ দেশের কমিউনিস্ট পার্টির শুভেচ্ছা বার্তা

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেস উপলক্ষে বিশ্বের ১৪টি দেশের কমিউনিস্ট ও বাম রাজনৈতিক সংগঠন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে এসব শুভেচ্ছা বার্তা পাঠ করেন সিপিবির আন্তর্জাতিক উপ-পরিষদের আহ্বায়ক মানবেন্দ্র দেব। 

সিপিবিকে ১৪টি দেশ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো দলগুলো হলো, প্যালেস্টাইন : প্যালেস্টাইনের কমিউনিস্ট পার্টি, ভারত : ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [সিপিআইএম], জাপান : জাপানের কমিউনিস্ট পার্টি, অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়ার কমিউনিস্ট পার্টি, কুর্দিস্তান : কুর্দিস্তানের কমিউনিস্ট পার্টি, দক্ষিণ আফ্রিকা : দক্ষিণ আফ্রিকার কমিউনিস্ট পার্টি, নেদারল্যান্ডস : নেদারল্যান্ডসের নিউ কমিউনিস্ট পার্টি, পাকিস্তান : পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, চীন : চীনের কমিউনিস্ট পার্টি, শ্রীলঙ্কা : শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টি, ব্রিটেন : ব্রিটেনের কমিউনিস্ট পার্টি, গ্রীস : গ্রীসের কমিউনিস্ট পার্টি, ব্রাজিল : ব্রাজিলের কমিউনিস্ট পার্টি।

আন্তর্জাতিক এই শুভেচ্ছা বার্তাগুলোতে সিপিবির সংগ্রামী ঐতিহ্য ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি শোষণ-বৈষম্যহীন সমাজ ও সমাজতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে একসাথে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বিভিন্ন দেশের বামপন্থী দলগুলো।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিপিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর