অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের পকেটে ঢোকার চেষ্টা করছে : রফিকুল

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫০

বগুড়া শহরের টিটু মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ দলের পকেটে ঢোকার চেষ্টা করছে। তারা ‘জুলাই সনদ’-এর আইনিভিত্তি, গণহত্যার বিচার ও সংবিধানের মৌলিক সংস্কার না করে আবারও যেনতেনভাবে একটি নির্বাচন দিতে চাইছে। কিন্তু দেশের জনগণ আর আওয়ামী স্টাইলের নির্বাচন হতে দেবে না।’
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহরের টিটু মিলনায়তনে শহর জামায়াত আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি আরও বলেন, ‘আমরা ফেব্রুয়ারি মাসেই নির্বাচন চাই। তার আগে অবশ্যই ‘জুলাই সনদ’কে আইনি ভিত্তি দিয়ে, সেই কাঠামোতে নির্বাচন দিতে হবে।’
রফিকুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ‘আওয়ামী সরকার বিচার বিভাগের অপব্যবহার করে জুডিশিয়াল কিলিং-এর মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছে। তারা জনগণের ভোটাধিকার, ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতা হরণ করেছে।’
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল যুক্তিতে না পেরে যেনতেন একটি নির্বাচন আয়োজনে সরকারকে চাপ দিচ্ছে। দেশের বেশির ভাগ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে শহর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও রুকনরা উপস্থিত ছিলেন।
জুয়েল হেসেন/এমবি