Logo

রাজনীতি

ফেব্রুয়ারি পর্যন্ত ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার আহ্বান তারেক রহমানের

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৪

ফেব্রুয়ারি পর্যন্ত ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার আহ্বান তারেক রহমানের

ছবি : ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বৈরাচার বিদায় নিলেও অদৃশ্য অপশক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে, যা এখন দৃশ্যমান হচ্ছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে আয়োজিত জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির নেতাকর্মীদের যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত যদি ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা যায়, তবে জনগণের রায় ধানের শীষের পক্ষেই আসবে। তিনি সতর্ক করে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে বা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, সংস্কার প্রসঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে মানুষের রাজনৈতিক অধিকার, নিরাপত্তা ও বেঁচে থাকার অধিকারের প্রশ্নে কোনো ভিন্নমত নেই। বিএনপি এসব অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় নেতা-কর্মীদের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দলের ৫০ লাখেরও বেশি নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা হয়েছিল। এখন নতুন প্রজন্মকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যেতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি দুটি প্রতিজ্ঞা করার আহ্বান জানান— একটি হলো দলীয় সিদ্ধান্তে ঐক্যবদ্ধ থাকা, অন্যটি হলো বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে।

সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত এ সম্মেলনে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হন। উৎসবমুখর পরিবেশে কয়েক হাজার কর্মীর উপস্থিতিতে শুরু হওয়া এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২ হাজার ৯০ জন কাউন্সিলর জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট দেন।

ডিআর/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর