বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে : রিজভী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪২
ছবি : সংগৃহীত
বিএনপির বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত ড. মারুফ মল্লিকের লেখা বইয়ের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘অন্যায় ও অনিয়মে জড়িত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও বিএনপির বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার করা হচ্ছে। যারা অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে দলীয় নির্দেশে বহিষ্কার ও পদ স্থগিতসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে-কিন্তু তা যথাযথভাবে প্রচার করা হচ্ছে না।’
তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পরে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও কৃতকর্মকে অতিরঞ্জিতভাবে ছড়িয়ে দিচ্ছে।
ডাকসু ভিপি প্রসঙ্গে রিজভী প্রশ্ন তুলেছেন, একজন ভিপিকে কি ম্যাজিস্ট্রেট সদৃশ ক্ষমতা দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোন দোকান অবৈধ তা যাচাই না করেই ভিপি জরিমানা করেন এবং সেই টাকা জামায়াতের বাইতুল মাল-এ জমা দেওয়া হচ্ছে, যা আইনগতভাবে অস্পষ্ট।’
রিজভী আরও বলেন, কিছু ঘটনার সূত্র ধরে জামায়াতের নামও উঠে এসেছে; তবে এসব সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিতভাবে প্রচার করা হচ্ছে। তিনি দাবি করেন, দলের অভ্যন্তরে অপরাধীরা থাকলে তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা প্রচার না হওয়ার কারণে জনমনে পক্ষপাতী ধারণা তৈরি হচ্ছে।
আলোচনা সভায় বইটির তাত্ত্বিক ও জাতীয়তাবাদী প্রেক্ষাপট সম্পর্কেও বক্তারা বিশ্লেষণ করেছেন। রিজভী বলেন, ‘বরাবরই আমরা দেখছি এদের কর্মকাণ্ড রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র গড়ার চেষ্টা।’
- এসআইবি/এমআই

