Logo

রাজনীতি

অন্যায় করে আর কেউ পার পেয়ে যাবে না : সারজিস আলম

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৬

অন্যায় করে আর কেউ পার পেয়ে যাবে না : সারজিস আলম

সারজিস আলম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘অন্যায় করে আর কেউ পার পেয়ে যাবে না’।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।

পোস্টে সারজিস আলম আরও বলেন, পঞ্চগড় সদর হাসপাতালকে জনগণের আস্থার জায়গা হিসেবে দেখতে চান, যেখানে সেবা হবে মুখ্য।

তিনি বলেন, ডাক্তারদের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় বিষয়গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমাধানের চেষ্টা করা হবে। তবে কেউ যদি পদবী বা পেশাকে অপব্যবহার করে সাধারণ মানুষের ন্যূনতম আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে, তাহলে আমরা নির্দ্বিধায় সাধারণ মানুষের কন্ঠ হয়ে কাজ করবো।

এদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সোমবার (২২ সেপ্টেম্বর) পঞ্চগড় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেমকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দিয়েছে।

আদেশে বলা হয়েছে, রোগীর আত্মীয়ের সঙ্গে ডা. আবুল কাশেমের অপেশাদার আচরণ, অশ্লীল কথাবার্তা ও দুর্ব্যবহার সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী। তিনি সাময়িক বরখাস্তকালে খোরপোশ ভাতাদি পাবেন।

ঘটনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর), যখন হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে শিশু ধর্ষণের ভুক্তভোগীর স্বজনরা চিকিৎসকের সঙ্গে পরামর্শের জন্য যান। এ সময় ডা. আবুল কাশেম কুরুচিপূর্ণ ও হুমকিসূচক ভাষায় স্বজনদের সঙ্গে কথা বলেন। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান চিকিৎসককে শোকজ নোটিশ প্রদান এবং দায়িত্ব থেকে মৌখিকভাবে সরিয়ে দেন।

এসকে দোয়েল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সারজিস আলম জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর