গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম বিতরণ শুরু

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে প্রাথমিক আবেদনপত্র আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। সোমবার (২২ সেপ্টেম্বর) দলটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দলীয় কার্যালয়ে সরাসরি যোগাযোগ করে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রার্থী বাছাইয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে তরুণদের।
দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘আমরা ২০২১ সালে দল গঠনের সময় থেকেই বলে আসছি, তরুণদের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেব। সেই লক্ষ্যেই প্রার্থী তালিকা তৈরির কাজ চলছে।’
তিনি আরও বলেন, ‘প্রথম ধাপে আমরা ৩৬ জনের একটি তালিকা প্রকাশ করেছি। আগামী সপ্তাহের শুরুতে আরও ১০০ জনের নাম ঘোষণা করব। তরুণদের থেকে যে সাড়া পাচ্ছি, তা আমাদের আশাবাদী করে তুলেছে।’
আবু হানিফ জানান, শুধু তরুণ নয়, সিভিল সোসাইটির সাধারণ নাগরিকরাও চাইলে মনোনয়নের আবেদন করতে পারবেন।
এসআইবি/এমবি