Logo

রাজনীতি

নিউইয়র্কে হামলার প্রতিবাদে শাহবাগে এনসিপির বিক্ষোভ বিকেলে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫

নিউইয়র্কে হামলার প্রতিবাদে শাহবাগে এনসিপির বিক্ষোভ বিকেলে

নিউইয়র্কে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ কয়েকজন রাজনীতিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হবে। একইসঙ্গে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল আয়োজনের নির্দেশনা দিয়েছে দলটি।

এনসিপির নেতারা অভিযোগ করেছেন, এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের গাফিলতি রয়েছে। পাশাপাশি তারা দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি শাহবাগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর