মনোনয়নের তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : রিজভী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৩
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সম্প্রতি কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলা উসকে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে রিজভী বলেন, ‘কিছু কুচক্রী মহল নানা বয়ান তৈরি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য একের পর এক অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির নামে অসত্য সংবাদ পরিবেশন করছে। আসলে একটি চক্র ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে।’
তিনি দাবি করেন, বিএনপির পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়নি। দলের প্রার্থী নির্ধারণের দায়িত্ব বিএনপির পার্লামেন্টারি বোর্ডের। সেই বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
রিজভী বলেন, ‘আমরা স্পষ্ট করে জানাতে চাই, বিএনপিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হয় গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, কোনো অনানুষ্ঠানিক সবুজ সংকেতের মাধ্যমে নয়। তফসিল ঘোষণার পরেই দলের কেন্দ্র থেকে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।’
নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে সারাদেশে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। তিনি ডোর টু ডোর প্রচারণার মাধ্যমে দলের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
রিজভীর ভাষায়, ‘জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণ আমাদের সঙ্গে থাকলে কোনো প্রোপাগান্ডাই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।’
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের জনগণের ভালোবাসায় থাকতে হবে এবং জনগণকে ভালোবাসায় রাখতে হবে।
এসআইবি/এমবি

