বিএনপির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : প্রিন্স
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৯
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেছেন, রাজনৈতিকভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনকে অর্থবহ ও সফল করতে হবে। জনগণের নির্বাচিত সরকার ও সংসদ প্রতিষ্ঠার মধ্য দিয়েই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। বিএনপির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।
ময়মনসিংহের হালুয়াঘাটে একটি কনভেনশন সেন্টারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় এবং সদর ইউনিয়ন তাঁত সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে সদস্যপদ নবায়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ ও সাংগঠনিক পুনর্গঠনের কাজ চলছে। নির্বাচন ও গণতন্ত্রের পথে যাত্রা শুরু হলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি। বিএনপির অগ্রযাত্রা রোধ, নির্বাচন বিলম্বিত ও নস্যাৎ করা এবং পতিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার বহুমুখী চক্রান্ত চলছে।


