৫ দাবিতে দেশজুড়ে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭
জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : বাংলাদেশের খবর
জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বগুড়া : জুলাই সনদের আইনিভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বগুড়া শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বক্তব্য রাখেন শহর সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, কর্মপরিষদ সদস্য এ্যাড. রিয়াজ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহর শাখার সাবেক সভাপতি এ্যাড. আলাউদ্দিন সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর জামায়াতের অফিস সম্পাদক মাও. আব্দুল হামিদ বেগসহ অন্যান্য নেতারা।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহীদ খোকন পার্ক থেকে মিছিল বের হয়ে সাতমাথা, বড়গোলা হয়ে দলীয় কার্যালয় পর্যন্ত পৌঁছে, পুলিশ প্লাজা দিয়ে শেষ হয়।
শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শ্রীপুর রেলওয়ে মসজিদ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রায় ৩০০ থেকে ৪০০ জন নেতাকর্মী অংশ নেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শ্লোগান দিতে দিতে রেলস্টেশন মসজিদ চত্বর থেকে মিছিল শুরু করে শ্রীপুর চৌরাস্তা পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ করে।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল আমিন। মিছিল পরিচালনা করেন সহকারী সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও গাজীপুর-৩ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী মাওলানা ড. জাহাঙ্গীর আলম। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমির ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-68d6a72e2bbdd.jpg)
মৌলভীবাজার : জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নের জন্য এই পদ্ধতির বিকল্প নেই। এখন জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র পথ হলো একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দেওয়ানী জামে মসজিদে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সংসদীয় প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুর রবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে চৌমোহনা চত্বর থেকে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

কিশোরগঞ্জ : পিআর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক মো. রমজান আলী। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাবেক নায়েবে আমির মোসাদ্দেক ভূইয়া, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামসহ অন্যান্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
মিছিলের পর অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক মো. রমজান আলী বলেন, দেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : জুলাই জাতীয় সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতি নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মিজানুর রহমান, পরিচালনা করেন মো. তাহের। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সীতাকুণ্ড-৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী। সমাবেশে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও উপজেলার প্রায় সাত হাজার কর্মী-সমর্থক।
নেতারা আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, জুলাই সনদের আইনি স্বীকৃতি, পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন ও রাজনৈতিক স্থিরতা প্রতিষ্ঠার দাবি জানান। এছাড়া সকলকে কুরআনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এমবি

