এস আলমের টাকা হাসিনা একা খায় না : ব্যারিস্টার ফুয়াদ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:১০

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : বাংলাদেশের খবর
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, এস আলমের টাকা শুধু হাসিনা একা খায় না। বর্তমানে বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের অনেক নেতারাই এস আলমের টাকা ব্যবহার করছেন। খাচ্ছেন, দাচ্ছেন, ছেলে-মেয়েদের বিদেশে লেখাপড়া করাচ্ছেন।
দায় ও দরদের ভিত্তিতে বাংলাদেশ ২.০ গড়ার প্রত্যয়ে জুলাই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন কীভাবে স্বাধীন নবাবী বাংলার পতন ঘটেছিল। কারা কারা আমার-আপনার মত কাপড় পড়ে মিজাফরের ভূমিকা নিচ্ছে? কারা কারা জাতীয়তাবাদ ও ইসলামি দলগুলোর ভেতর বাস করে ফ্যাসিজমের রোল প্লে করছে? কারা কারা বাংলাদেশকে বিক্রি করছে? এই মানুষগুলোকে চেনা হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি।
তিনি আরও বলেন, কারা কারা আগামী দিনে আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে নির্বাচনে চায়? তার মধ্যে দিয়ে এস আলমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আমাদের ১৪০০ শহীদদের সঙ্গে গাদ্দারী করতে চায়। শহীদ সাদের রক্তের সঙ্গে বেইমানি করতে চায়। মুগ্ধ ও আবু সাঈদের রক্তের সঙ্গে গাদ্দারী করতে চায়। সেই গাদ্দারদেরও আপনাকে চিনতে হবে।
এ সময় এবি পার্টি মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ আফিকুল ইসলাম সাদের বাবা শফিকুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শ্যাডো কমিটি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান ও এবি পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান প্রমুখ।
আফ্রিদি আহাম্মেদ/এমবি