Logo

রাজনীতি

‘ইনসাফের রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদেরকে সংসদে পাঠাতে হবে’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯

‘ইনসাফের রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদেরকে সংসদে পাঠাতে হবে’

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ‘গৌরবগাঁথা ইতিহাস ধারণ করে আমরা রাজনীতিতে এসেছি। ইনসাফ ভিত্তিক রাজনীতির মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে জমিয়তের সুদীর্ঘ পথচলা। সেই পথচলাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে যুগে যুগে জমিয়ত ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। তিনি নেতাকর্মীদের আরো সতর্ক ও সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বলেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাইলে  বিশ্বস্ত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে প্রেরণ করতে হবে।’

গতকাল (২৬ সেপ্টেম্বর) শুক্রবার বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরীর সমর্থনে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে মাওলানা আফেন্দী সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর কবর জিয়ারত করে আর্থিক সহযোগিতা সহ তাঁর পরিবারের খোঁজ খবর নেন। এবং মামলার বর্তমান অবস্থা অবগত হয়ে তিনি আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব রাষ্ট্রের। সেখানে কোনো ধরনের গাফলতি বা শৈথিল্য প্রদর্শন ইনসাফের দৃষ্টিতে অপরাধ।’ আমি আশাকরি দ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে আইন শৃঙ্খলা বাহিনী আরো যথাযত পদক্ষেপ গ্রহণ করবে।

সম্মলনে তিনি আরো বলেন, ‘ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে আলেমদের নেতৃত্ব আরো শক্তিশালী করতে হবে।’ এ সময় তিনি সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরীর হাতে খেজুর গাছ প্রতীক তুলে দিয়ে তাঁকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী ও ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক প্রিন্সিপাল মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী।

সুনামগঞ্জ সদর পৌরসভা ও বিশ্বম্ভরপুর উপজেলা জমিয়তের যৌথ উদ্দ্যোগে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন পৌরসভার সভাপতি মাওলানা রুকন উদ্দীন ও মাওলানা আবুল কাসেম সাইদ। 

ডিআর/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর