ক্ষমতায় এলে দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না : জামায়াত আমির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২২
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণকে দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে এক মিনিটের জন্যও কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা, সেটা তার হাতে তুলে দেওয়া হবে।’
শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারব।’
জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেব, সেটা আমাদের বিপক্ষে গেলেও।’
তিন অঙ্গীকার
জামায়াত আমির এ সময় তিনটি অঙ্গীকারের কথা তুলে ধরেন।
প্রথম অঙ্গীকারে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে, এটিকে সংস্কার করা হবে। ‘যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, সে শিক্ষা আমরা দেব না। যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, সম্মান করতে শেখায়, সেই শিক্ষা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব।’
দ্বিতীয় অঙ্গীকারে তিনি বলেন, শুধু ডিগ্রির ভিত্তিতে নয়, কাজের ভিত্তিতেই মর্যাদা নির্ধারণ করা হবে। ‘শিক্ষার পাঠ শেষে কেউ বেকার থাকবে না। হয় সে উদ্যোক্তা হবে, নয়তো চাকরিজীবী হবে।’
তৃতীয় অঙ্গীকারে তিনি দুর্নীতি দমনের কথা উল্লেখ করেন। ‘দুর্নীতির জোয়ার কেটে দেব। যে সেবার গভীরতা ও ওজন যত, সেই সেবার বেতন কাঠামো সেইভাবে করতে হবে।’
সভায় উপস্থিত প্রকৌশলীরা শিক্ষা, কর্মসংস্থান ও সুশাসন নিয়ে বিভিন্ন দাবি তোলেন।
এসআইবি/এমবি

