Logo

রাজনীতি

নির্বাচনে কোনো দলের পক্ষ হয়ে কাজ করা চলবে না : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৮

নির্বাচনে কোনো দলের পক্ষ হয়ে কাজ করা চলবে না : সিইসি

ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে কোনো দলের পক্ষ হয়ে কাজ করা চলবে না। কমিশন থেকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘কমিশন বহু দৃশ্যমান ও অদৃশ্যমান বিষয় নিয়ে এগোচ্ছে। সেই সঙ্গে তিনি কর্মকর্তাদের সতর্ক করে দেন, কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ কমিশন বরদাশত করবে না। যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাকে নিজের দায়ভার নিতে হবে।’

সম্মেলনে অংশ নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ মন্তব্য করেন, ‘নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই এবারকার নির্বাচন হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘১০ মাস ১০ দিনে কমিশন প্রমাণ করেছে যে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে। কারও প্রতি পক্ষপাত দেখানো হয়নি।’

অন্যদিকে কমিশনার রহমানেল মাছউদ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বার্তা দিয়ে বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা আমাদের ওপর একটি আমানত। ইহকালে যেমন এর জবাবদিহি করতে হবে, তেমনি পরকালেও দিতে হবে এর হিসাব।’

সম্মেলনে কর্মকর্তারা ভোটের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তারা কমিশনের কাছে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর