Logo

রাজনীতি

ইইউর প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক

Icon

বাংলাদেশের প্রতিবেদক:

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৩

ইইউর প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির বৈঠক

ছবি : বাংলাদেশের খবর

দেশের সার্বিক নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি ও প্রেক্ষাপট নিয়ে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি, মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি, ইইউ ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড বাইবা জারিনা এবং দলের অন্যান্য সদস্যরা।

এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী। তার সঙ্গে ছিলেন যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, খালেদ সাইফুল্লাহ ও তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

বৈঠকে দেশের সার্বিক নির্বাচন পরিস্থিতি, ইইউর সম্ভাব্য নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।

এসআইবি/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর