Logo

রাজনীতি

বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই : শামা ওবায়েদ

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৮

বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই : শামা ওবায়েদ

ছবি : সংগৃহীত

ChatGPT said:

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান নেই। চাঁদাবাজি বা অনৈতিক কাজে জড়িতরা যে দলেরই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। এমনকি বিএনপির কেউও যদি এসব কর্মকাণ্ডে জড়িত থাকে তবে তাকেও পুলিশের হাতে তুলে দিতে হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত অন্তত ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

তিনি বলেন, বিএনপি কাউকে ধর্মীয় ভেদাভেদে দেখে না। হিন্দু-মুসলিমকে সমান চোখে দেখে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে বিএনপির নেতাকর্মীরা দিন-রাত ২৪ ঘণ্টা পাহারা দেবেন, যাতে কোনো ধরনের অপতৎপরতা চালানো না যায়।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সালথায় উন্নয়ন করতে চাইলে সব ধরনের অপকর্ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি, থানায় দালালি আর এসিল্যান্ড অফিসে ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এরপর জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজে লিপ্ত হতে দেব না।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকব। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সারাজীবন হিন্দু ভাইবোনদের পাশে ছিলেন, আমিও আপনাদের পাশে থাকব। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র কিন্তু থেকে যায়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফ, মিরান হুসাইন, বিএনপি নেতা মুরাদুর রহমানসহ স্থানীয় নেতারা।

মো. পারভেজ মিয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর