হাসিনা পতনের আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য : দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৮:১৬
-68dd1b9b8d260.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের অবদান ইতিহাসে অমর হয়ে থাকবে। দেশের বাইরে থেকেও তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার পাশাপাশি নানা দেশে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গণতন্ত্রবিরোধী পরিস্থিতি তুলে ধরেছেন।
বুধবার (১ অক্টোবর) কানাডার টরেন্টোতে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, ‘বিশেষ করে গত ৫ আগস্ট ভারত প্রকাশ্যে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিলে, প্রবাসী বাংলাদেশিরা বিশ্বব্যাপী জনমত গড়ে তোলেন এবং সেই আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনে আরও গতিশীল করেন। এর ফলে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন রাষ্ট্রের নজর কাড়তে সক্ষম হয় এবং শেখ হাসিনার ফ্যাসিবাদী চরিত্র বিশ্ববাসীর কাছে উন্মোচিত হয়।’
তিনি আরও বলেন, ‘দেশের ভেতর এখন নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। শহর থেকে গ্রাম—সর্বত্র ভোটকে কেন্দ্র করে উৎসাহ তৈরি হয়েছে। জনগণ ভোটের অপেক্ষায় আছে। এ সময় কেউ যদি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে বা নির্বাচনের পথে বাধা দেয়, জনগণই তাদের প্রতিহত করবে।’
দুলু তারেক রহমানকে জনগণের ‘আশার প্রতীক’ উল্লেখ করে বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে মানুষ তার নেতৃত্বের প্রত্যাশায় রয়েছে। তিনি এখন তরুণ সমাজসহ দেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। গণতন্ত্রের আন্দোলন অব্যাহত রেখে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং সেই ভোটের মাধ্যমেই গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবাসী বিএনপি নেতা সুমন জাফর। এ সময় কানাডা বিএনপির সভাপতি আহাদ আলী মজিবুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সাল আলীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাজমুল হাসান/এআরএস