Logo

রাজনীতি

এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ১০ কেন্দ্রীয় নেতা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৯:৫৭

এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ১০ কেন্দ্রীয় নেতা

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন ১০ কেন্দ্রীয় নেতা। এসব নেতাকে অন্যসব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (১ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন ড. আতিক মুজাহিদ, রাজশাহীতে ইমরান ইমন, সিলেটে এহতেশাম হক, ময়মনসিংহে আশেকিন আলম, ঢাকায় সাইফুল্লাহ হায়দার, ফরিদপুরে নিজাম উদ্দীন, চট্টগ্রামে এস এম সুজা উদ্দিন, কুমিল্লায় মো. আতাউল্লাহ, খুলনায় ফরিদুল হক ও বরিশালে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক মাসের মধ্যে দেশের সব মহানগর ও জেলায় আহ্বায়ক কমিটি সম্পন্ন করতে হবে।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ  শর্ত পূরণ করেছে। এগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। 

তিনি বলেন, নির্বাচন কমিশনে ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়। যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন পাওয়ার যোগ্য মনে হয়েছে। তবে এনসিপির প্রতীক নিয়ে তাদের একটি চিঠি প্রদান করা হবে।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর