আওয়ামী লীগ গেছে যে পথে, জাতীয় পার্টি যাবে সে পথে : সারজিস আলম

আবু সালেহ, ঠাকুরগাঁও
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৮:১৭

ছবি : বাংলাদেশের খবর
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ যে পথে গেছে, জাতীয় পার্টিও সেই পথেই যাবে। আওয়ামী লীগকে স্বৈরাচার প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি সাধু সাজতে চাইলে দেশের মানুষ তা মেনে নেবে না। জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত।
শুক্রবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শাপলা প্রতীক প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘এনসিপির নির্বাচনী প্রতীক যদি থাকে, সেটি হবে শাপলাই। এই শাপলা প্রতীক নিয়েই আমরা আগামী নির্বাচনে অংশ নিতে চাই। যদি নির্বাচন কমিশন এ নিয়ে স্বেচ্ছাচারিতা চালিয়ে যায়, তবে আমরা প্রয়োজনে আইনগত ও রাজনৈতিকভাবে তা মোকাবিলা করব।’
পিআর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মনে করি, পিআর উচ্চ কক্ষে প্রাসঙ্গিক। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে নিম্ন কক্ষে পিআরের মতো অবস্থা নেই।’
এসময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এআরএস