ধর্মের ভিত্তিতে বিভাজিত না করে ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই : জামায়াত আমির

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৮:৩৬

ছবি : সংগৃহীত
ধর্মের ভিত্তিতে বিভাজিত না করে ঐক্যবদ্ধ জাতি গড়ার আশা প্রকাশ করে জামায়াত আমির ড. শফিকুর রহমান বলেন, ‘ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দেশে একটি ঐক্যবদ্ধ পরিবেশ দেখতে চায়।’
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
জামায়াত আমির, ‘সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের ৯০.৮ শতাংশ মানুষ মুসলমান। বাকিরা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। কিন্তু আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।’
তিনি আরও বলেন, ‘বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের একটি বিশেষ স্থান রয়েছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা দশকের পর দশক ধরে মিলেমিশে বসবাস করছে।’
ড. শফিকুর রহমান বলেন, ‘আমাদের দায়িত্ব হলো, আল্লাহর দেওয়া শাশ্বত বিধান মানুষের কাছে তুলে ধরা। তিনি আল-কুরআন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনকর্ম মানুষের সামনে উপস্থাপন করার আহ্বান জানান। সেই সঙ্গে বলেন, ‘মানুষের সামনে বিভিন্ন ধর্ম, মত আছে। আল্লাহ তা'আলা বিবেকের শক্তি দান করেছেন। মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে।’
এই সম্মেলনের সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় ওলামা বিভাগীয় কমিটির সভাপতি আবদুল হালিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য নেতারা।
এএ