আ.লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৬:০৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিবি সূত্রে জানা গেছে।
মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক দলীয় কার্যক্রমে অনিয়ম এবং নিষিদ্ধ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনএমএম/এমএইচএস