দুই দশক পর তারেক রহমান গণমাধ্যমের মুখোমুখি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:৫১

তারেক রহমান। ফাইল ছবি (সংগৃহীত)
দুই দশক পর গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি নির্বাচন, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
রোববার (৫ অক্টোবর) বিবিসি বাংলার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি বাংলা তাদের ফেসবুক পেজে লিখেছে, দুই দশকে এই প্রথম গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সাক্ষাৎকারটি দুই পর্বে বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সোমবার (৬ অক্টোবর) ও মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টায় প্রচারিত হবে।
এসআইবি/এমএইচএস