Logo

রাজনীতি

সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে বিএনপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২০:৩৯

সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে বিএনপি

ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য গণভোট নেওয়ার পক্ষে মত প্রকাশ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চতুর্থ দিনের আলোচনার পরে সাংবাদিকদের এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় আমরা ফাইনাল স্টেজে পৌঁছেছি। মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। এ প্রক্রিয়ার অংশ হিসেবে জুলাই জাতীয় সনদ ২০২৫ অধ্যাদেশ জারি করা যেতে পারে।

তিনি আরও বলেন, জনগণের সম্মতি অর্জনের জন্য নির্বাচনের দিন একই সময়ে গণভোট আয়োজন করা সম্ভব। এতে জনগণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য চূড়ান্ত অভিমত প্রদান করবে এবং সেই ফলাফল মেনে চলা সকল সংসদ সদস্যদের জন্য বাধ্যতামূলক হবে। সালাহউদ্দিন আহমদ জানান, গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই এবং নোট অব ডিসেন্ট থাকা বিষয়গুলি দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে।

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের কাছে যদি সম্মতি নেওয়া যায় যে আমরা রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি এবং অঙ্গীকারবদ্ধ হয়েছি— তাহলে গণভোটের মাধ্যমে আসা রায়ই চূড়ান্ত হবে। সংসদ সদস্যরা সেটি মানতে বাধ্য হবেন।’

তিনি আরও উল্লেখ করেন, আগামী সংসদে জুলাই সনদের বিরোধী সংখ্যাগরিষ্ঠ থাকলেও গণভোটের ফলাফলের উপর সংসদ ও সংসদ সদস্যদের জন্য বাধ্যবাধকতা থাকবে। নোট অব ডিসেন্ট থাকা বিষয়গুলিও নির্বাচনী ইশতেহারে প্রকাশ করা হবে এবং জনগণ সেগুলো জানতে পারবে। যারা সংসদে নির্বাচিত হবেন, তারা নিজেদের নোট অব ডিসেন্ট অনুযায়ী পদক্ষেপ নিতে পারবেন।

এভাবে বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যেখানে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোটের প্রস্তাব রাখা হয়েছে।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি জুলাই সনদ জাতীয় ঐকমত্য কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর