দেশে ফেরার প্রশ্নে বিবিসিকে যা বললেন তারেক রহমান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৩৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু সঙ্গত কারণে হয়তো দেশে ফেরা হয়ে ওঠেনি এখনও। তবে সময় তো চলেই এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।
গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে। অনেকের ধারণা ছিল, আপনি দেশে এসে দলের নেতৃত্ব দেবেন। আপনি আসলে দেশে ফেরেননি কেন? বিবিসি বাংলার সাংবাদিক মীর সাব্বিরের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রকাশিত হয়।
বিবিসির সাংবাদিক আবারও প্রশ্ন করেন সেটা কবে আমরা কি জানতে পারি?
জবাবে তারেক রহমান বলেন, দ্রুতই, মনে হয় দ্রুতই ইনশাআল্লাহ।
সাংবাদিক মীর সাব্বির আবারও প্রশ্ন করেন, তাহলে নির্বাচনের আগে কি আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা বলা যায়?
জবাবে তারেক রহমান বলেন, রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক। নির্বাচনের সাথে রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে যেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকব।
এমবি