Logo

রাজনীতি

আসন্ন নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১১:০২

আসন্ন নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। একই সঙ্গে ভোটের সময় দেশে থাকার আশা প্রকাশ করেছেন তিনি।

বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘দ্রুতই মনে হয়। দ্রুতই, ইনশাআল্লাহ।’

তার কাছে যখন জানতে চাওয়া হয় নির্বাচনের আগে তিনি দেশে ফিরবেন কি না, তখন বিএনপি নেতা বলেন, ‘রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক। নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল ও রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব?’

তিনি আরও বলেন, ‘আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে— সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সাথে জনগণের মাঝেই থাকব, ইনশাআল্লাহ।’

বিবিসি বাংলা যখন জানতে চায় তিনি নির্বাচনে অংশ নেবেন কি না, তারেক রহমান সংক্ষিপ্ত জবাব দেন, ‘জি, ইনশাআল্লাহ।’

তারেক রহমানের এ বক্তব্য বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত এ নেতা দেশে ফেরা এবং নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দিয়ে দলের ভেতর ও বাইরে নতুন রাজনৈতিক উচ্ছ্বাস সৃষ্টি করেছেন।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর