‘আগামী নির্বাচনে শাপলা প্রতীক দিয়েই অংশগ্রহণ করব, অন্য কোন অপশন নাই’

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৪:০৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি শাপলা প্রতীকেই জাতীয় সংসদ নির্বাচন করবে। শাপলা ছাড়া নির্বাচন কমিশনের কোন অপশন নেই। তাছাড়া যে নির্বাচন কমিশন একটি দলকে প্রতীক দিতে পারে না, তারা জনগণের কাছে নির্বাচন নিয়ে আস্থা হারাবে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে এনসিপির নাটোর জেলা সমন্বয় সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধভাবে কারও সাথে নির্বাচন করবেন কিনা, সে বিষয়ে দলের প্রধানরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে সাংগঠনিক ভিত শক্তিশালী করতে আগামী নভেম্বর মাসের মধ্যেই সকল জেলা-উপজেলাসহ বিভিন্ন ইউনিটে কমিটি দেবে এনসিপি।
এনসিপির নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এসএম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়ল যুগ্ন সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ন সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াস প্রমুখ।
নাজমুল হাসান/আইএইচ