আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ, আদালতকে দীপু মনি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৮:৩৭

ছবি : সংগৃহীত
হত্যা মামলায় অভিযুক্ত সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেত্রী দীপু মনি অভিযোগ করেছেন, কারাগারে শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও তিনি যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। একই সঙ্গে কারা কর্তৃপক্ষ তার আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ দিচ্ছেন না বলেও অভিযোগ তোলেন তিনি।
সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে কাঠগড়ায় দাঁড়িয়ে এসব অভিযোগ করেন দীপু মনি।
তিনি আদালতের উদ্দেশে বলেন, ‘মাননীয় আদালত, আপনি জানেন সম্প্রতি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন মারা গেছেন। আমি জেনেছি, ওনাকে চারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পরে তিনি ঢাকা মেডিকেলে মারা যান। আমি বলছি, আমি অসুস্থ। আমার ব্রেন পরীক্ষার প্রয়োজন। আমার সুচিকিৎসা প্রয়োজন। আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ?’
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ অভিযোগ অস্বীকার করে হত্যা মামলার তদন্তের স্বার্থে দীপু মনির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিআর/এমএইচএস