Logo

রাজনীতি

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে চোখ খুুললেন তোফায়েল আহমেদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৯:০০

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে চোখ খুুললেন তোফায়েল আহমেদ

ছবি : সংগৃহীত

গত ১১ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মধ্যে রটা মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো লাইফ সাপোর্টে আছেন।

সোমবার (৬ অক্টোবর) স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তোফায়েল আহমেদের শরীরের বিভিন্ন অঙ্গ সাড়া দিচ্ছে। অবস্থা এখনো গুরুতর। তবে হৃৎপিণ্ড ও ফুসফুস আংশিকভাবে কাজ করছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

বিকালে হাসপাতালে তোফায়েল আহমেদের ভাইয়ের মেয়ে শামীমা আক্তার সাংবাদিকদের বলেন, ‘উনার অবস্থা আগের চেয়ে ভালো। চোখ খুলেছেন, কথা বলার চেষ্টা করেছেন।’

রাজধানীর স্কয়ার হাসপাতালে গত ১১ দিন ধরে চিকিৎসাধীনের মধ্যে শনিবার (৪ অক্টোবর) রাতে তোফায়েল আহমেদের মৃত্যুর খবর প্রকাশিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করে।

তোফায়েলের ব্যক্তিগত সহকারী আবুল খায়ের বলেন, ‘কয়েক দিনের তুলনায় আজ তার অবস্থার উন্নতি হয়েছে।’

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। কয়েক বছর আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি হুইলচেয়ারে চলাফেরা করতেন।

উল্লেখ্য, ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলায় জন্ম নেওয়া তোফায়েল ষাটের দশকের ছাত্র আন্দোলনে ছিলেন সক্রিয়। ডাকসুর ভিপি হিসেবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেন। সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়ার ঘোষণা তিনিই দিয়েছিলেন।

মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর চার আঞ্চলিক প্রধানের একজন ছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশে নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর