Logo

রাজনীতি

বাংলাদেশ খেলাফত মজলিস এখনো কোনো জোটে যায়নি : মাওলানা মামুনুল হক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৪:৫২

বাংলাদেশ খেলাফত মজলিস এখনো কোনো জোটে যায়নি : মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, আপাতত তাঁরা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনে আছেন।

গতকাল (৬ সেপ্টেম্বর) সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে মাওলানা মামুনুল হক এ কথা বলেন। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর জামাতা মাওলানা হাবীবুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন। তিনি দলের আমিরের হাতে প্রাথমিক সদস্যপদ ফরম পূরণ করে সংগঠনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় দলের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবদুস সোবহানসহ বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মামুনুল হক বলেন, খেলাফত মজলিসের যেকোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সাংগঠনিক কাঠামোর মাধ্যমেই নেওয়া হবে। প্রথমে বিষয়টি রাজনৈতিক সেলে আলোচনা হবে। এরপর সেটি কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে উপস্থাপন করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে। প্রয়োজনে তৃণমূল পর্যায়ের মতামতও নেওয়া হবে।

তৃণমূলের কর্মীদের উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, জনগণের সঙ্গে মিশে তাঁদের ভাবনা ও মনোভাব বুঝে কাজ করতে হবে। সংগঠনের সিদ্ধান্ত যেন জনগণের চাওয়া ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তা নিশ্চিত করতে হবে।

মাওলানা মামুনুল হক সাম্প্রতিক ধর্মীয় ইস্যিতেও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের মাধ্যমে পবিত্র কুরআনুল কারিম অবমাননার জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে, যা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানসহ শান্তিকামী সব নাগরিককে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। কুরআন মাজিদ হচ্ছে আল্লাহ তাআলার কালাম; এর প্রতি অবমাননা কেবল ধর্মীয় অনুভূতির অপমান নয়, বরং এটি আল্লাহ তাআলার প্রতি বিদ্রোহ ও ইসলাম ধর্মের ওপর সরাসরি আঘাত।

ডিআর/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর