Logo

রাজনীতি

অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহ থেকে নাজিল হয়ে আসেনি : শারমীন এস মুরশিদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১৭:২৩

অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহ থেকে নাজিল হয়ে আসেনি  : শারমীন এস মুরশিদ

ছবি : বাংলাদেশের খবর

দেশের রাজনৈতিক সংস্কার ইস্যু প্রসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহ থেকে নাজিল হয়ে আসেনি যে আমরা সবকিছু জাদু দিয়ে করে দিবো। সময় নিয়ে ধাপে ধাপে সবকিছু সংস্কার করা হবে।’

মঙ্গলবার (৭ অক্টবোর) দুপুরে টঙ্গীর নতুনবাজারে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের মৈত্রী শিল্প কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দেশের প্রায় সবখানেই দুর্নীতির ছোঁয়া। যেখানে হাত দিচ্ছি, সেখানেই ঝাড়ু দিতে হচ্ছে। মুক্তার মতো একটি শিল্প প্রতিষ্ঠান এখনো কেন স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি, সেটাই বড় প্রশ্ন। অথচ বেসরকারি খাতে অনেক ছোট প্রকল্প রয়েছে, যেগুলো সরকারি ভর্তুকি ছাড়াই টিকে আছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘সময়ের সুযোগ পেলে মুক্তা পানি প্রকল্পে সরকারের বছরে ২২ কোটি টাকার ভর্তুকি বন্ধের উদ্যোগ নেব। এসব ভর্তুকির পরিবর্তে দক্ষ ব্যবস্থাপনা ও গবেষণায় বিনিয়োগ করা প্রয়োজন।’

দীর্ঘদিনের অনিয়ম-অব্যবস্থাপনার প্রসঙ্গে শারমীন এস মুরশিদ বলেন, ‘আমরা যুগ যুগের জমে থাকা আবর্জনার মধ্যে কাজ করছি। একসঙ্গে সব কিছু পরিবর্তন সম্ভব নয়। কাজের পরিধি ও সময়কে ভাগ করে এগোলে ফল পাওয়া যাবে। এখন আমরা যেখানে হাত দিচ্ছি, সেখানেই পরিবর্তন ঘটছে।’

মুক্তা পানি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এখন প্রতিষ্ঠানটির ভেতরে সংস্কারের প্রক্রিয়া চলছে। কর্মকর্তারা সচেতন হয়েছেন, এবং তারা জানেন—মুক্তা এখন নতুনভাবে গড়ে উঠছে। আমি চাই, এখানে প্লাস্টিকের বিকল্প উদ্ভাবনে একটি গবেষণা সেল গড়ে তোলা হোক, কারণ বিশ্বব্যাপী প্লাস্টিকের বোতলের বিকল্প এখনো পুরোপুরি তৈরি হয়নি।’

এর আগে প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও উৎপাদন বিভাগ পরিদর্শন করেন সমাজকল্যাণ উপদেষ্টা।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমান, কারখানা ব্যবস্থাপক মহসিন আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত মৈত্রী শিল্প বর্তমানে ১২৮ প্রকার পণ্য উৎপাদন করছে, যার মধ্যে প্লাস্টিক সামগ্রীও রয়েছে। এখানে কর্মরত ১২৫ জনের মধ্যে প্রায় ৯৭ শতাংশই শারীরিকভাবে প্রতিবন্ধী।

এমএএস/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর