Logo

রাজনীতি

‘সেফ এক্সিট’ খুঁজছি না, বাকি জীবন দেশেই কাটাব : রিজওয়ানা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ২০:৪৯

‘সেফ এক্সিট’ খুঁজছি না, বাকি জীবন দেশেই কাটাব : রিজওয়ানা

ছবি : সংগৃহীত

‘উপদেষ্টাদের অনেকে সেইফ এক্সিট খুঁজছেন’ বলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সেফ ‘এক্সিট’ খুঁজছি না, বাকি জীবন দেশেই কাটাব।’

বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের (নিরাপদ প্রস্থান) কথা ভাবছেন।’

বুধবার এক সাংবাদিক এ বিষয়টি নিয়ে পরিবেশ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘নাহিদ ইসলাম কারা কারা এক্সিট খুঁজছেন, তা বলেননি। আলোচনার প্রসঙ্গও খোলাসা করেননি। তাহলে আমি কীভাবে মন্তব্য করব?’

তিনি বলেন, ‘আমার চোখে যা দেখা যাচ্ছে তা হলো, নবগঠিত রাজনৈতিক দলটির (এনসিপি) সঙ্গে সরকারের একটি ভালো ওয়ার্কিং রিলেশনশিপ রয়েছে। এখন উনি (নাহিদ ইসলাম) এই মন্তব্য করেছেন অভিমানে নাকি কোনো অসন্তোষ থেকে, সেটা পরিষ্কার করতে হবে। সেটা পরিষ্কার না হওয়া পর্যন্ত সরকারের অবস্থান নেওয়ার সুযোগ নেই।’

নাহিদ ইসলামের মন্তব্য নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘গণতন্ত্রে সবার মতপ্রকাশের অধিকার আছে। কিন্তু প্রতিটি অনানুষ্ঠানিক বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেখাতে গেলে আমাদের মন্ত্রণালয়গুলো চালানো কঠিন হয়ে যাবে। সরকার তখন প্রতিক্রিয়া নয়, কাজের জায়গায় পিছিয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘যে অভিযোগটি (সেফ এক্সিট খোঁজা) তোলা হয়েছে, সেটি প্রমাণসহ স্পষ্টভাবে উপস্থাপন করার দায়িত্ব নাহিদ ইসলামের। আমি কেন সেটি খণ্ডন করব? সরকারকেও সুনির্দিষ্ট তথ্য না দেওয়া পর্যন্ত এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো সম্ভব নয়।’

এ সময় নিজ অবস্থান স্পষ্ট করে রিজওয়ানা হাসান বলেন, ‘আমি একদম কোনো এক্সিট খুঁজছি না। এর আগেও বহু ঝড়-ঝঞ্ঝা এসেছে। প্রতিটি সঙ্কটের মধ্যে থেকেও আমি দেশে ছিলাম, কাজ করেছি। ইনশাআল্লাহ বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে দেব, আপনাদের সঙ্গেই।’

সূত্র : ইউএনবি

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সৈয়দা রিজওয়ানা হাসান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর