সাবেক এমপি ওমর ফারুক সুমনসহ আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:২৩

নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমন
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযুক্তদের কাছ থেকে সংগঠনের গোপন সভা সংক্রান্ত নথি, প্রচার সামগ্রী এবং মোবাইল ফোনে সংগঠন পুনর্গঠনের প্রমাণ জব্দ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল ও এর অঙ্গসংগঠনের এই নেতারা সম্প্রতি রাজধানীতে সংগঠনের পুনর্গঠন ও নাশকতার পরিকল্পনা করছিলেন। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার।
নিরাপত্তা সংস্থা সূত্রে জানা গেছে, এই অভিযানের মাধ্যমে রাজধানীতে নিষিদ্ধ সংগঠন পুনর্গঠনের সম্ভাব্য হুমকি কমানো সম্ভব হয়েছে।
এনএমএম/এমএইচএস