সত্য ও ন্যায় পথ থেকে বিচ্যুত হলে আমাদেরকেও সরিয়ে দিবেন : সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৭:১০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : বাংলাদেশের খবর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যদি আমরাও কখনো সত্য ও ন্যায় পথ থেকে বিচ্যুত হই, আপনারা আমাদেরকে সরিয়ে দেবেন। কিন্তু দয়া করে আপনারা সত্যতা ও ন্যায়ের সঙ্গে থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আমাদের জন্য আপনারা দোয়া করবেন।
শুক্রবার (১০ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডী বাজার জামে মসজিদের জুমা নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে সালাম বিনিময়ে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। বিগত এক বছর দুই মাসে অনেক গুজব থাকতে পারে, কিন্তু এখান পর্যন্ত আমি এক টাকাও হারাম গ্রহণ করিনি। এমনকি মৃত্যু পর্যন্ত কখনো হারাম উপার্জন করতে চাই না।
তিনি আরও বলেন, আমি আপনাদের কাছ থেকে একটি জিনিস চাই। আমরা আগামীতে সন্তানের মতো, ভাইয়ের মতো আছি। আমাদের পঞ্চগড়ে তথা বাংলাদেশে একসঙ্গে চার/পাঁচটা লোকের জন্য সকল উন্নয়ন বাধা হয়ে দাঁড়ায়। আমরা এ পঞ্চগড়ে আগামীতে একসঙ্গে চার/পাঁচটা লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।
সত্য ও ন্যায়ের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, আমাদের কথা হলো, আপনারা যা ভালো চান, রনচন্ডী তেঁতুলিয়ার পঞ্চগড়ে তা কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, প্রতিবাদ করে ভালো কাজের সঙ্গে ন্যায়ের পাশে থাকবেন।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমরা একশটি মসজিদের জন্য বরাদ্দ নিয়ে এসেছি বিভিন্ন মন্ত্রণালয় থেকে। তেঁতুলিয়ায় ২০টি মসজিদের বরাদ্দ দেওয়া হয়েছে। আরও বরাদ্দ দেওয়া হবে। আপনারা আবেদন করবেন। শুধু মসজিদ নয়, কোথাও যদি রাস্তা খারাপ থাকে, সেটাও জানাবেন। আমরা চেষ্টা করবো তা নিয়ে কাজ করার।
সারজিস আলম মসজিদে নামাজ পড়তে পেরে কৃতজ্ঞতা জানিয়ে আরও গুরুত্বপূর্ণ কথা বলেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন, এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির তেঁতুলিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, এম এ মতিন, সাজিদুর ইসলাম সাজিদসহ মসজিদের ইমাম ও মুসল্লিরা।
এসকে দোয়েল/এমবি