Logo

রাজনীতি

সহস্রাধিক মোটরসাইকেল বহরে এনসিপির দুর্নীতিবিরোধী লংমার্চ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৫:১৩

সহস্রাধিক মোটরসাইকেল বহরে এনসিপির দুর্নীতিবিরোধী লংমার্চ

চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌর শহরের সুগার মিল এলাকা থেকে এ লংমার্চের যাত্রা শুরু হয়।

হাজারো মোটরসাইকেল ও পিকআপে অংশ নেওয়া এ লংমার্চের উদ্বোধন করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

উদ্বোধনী মঞ্চ থেকে তিনি চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

লংমার্চে অংশ নেন জেলার পাঁচ উপজেলার এনসিপি নেতাকর্মীরা। তাদের হাতে ছিল দুর্নীতিবিরোধী নানা স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড।

আয়োজক সূত্রে জানা যায়, লংমার্চটি পঞ্চগড় সদরের সুগার মিল এলাকা থেকে শুরু হয়ে কামাত কাজলদিঘী, চাকলাহাট, হাড়িভাসা, হাফিজাবাদ, অমরখানা, সাতমেরা হয়ে তেঁতুলিয়া উপজেলার দেবনগর, ভজনপুর, বুড়াবুড়ি ও শালবাহানের কৈমারী এলাকা অতিক্রম করে আজিজনগর দিয়ে তেঁতুলিয়ায় প্রবেশ করে।

পরে জেলা পরিষদ ডাকবাংলোর ইকোপার্কে দুপুরের বিরতির পর বিকেলে ঐতিহাসিক তেঁতুলতলায় পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য রাখবেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

লংমার্চ শেষে তেঁতুলিয়া ও তিরনইহাট ইউনিয়ন অতিক্রম করে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে দ্বিতীয় পথসভা হবে। এরপর বাংলাবান্ধা থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে সারজিস আলমের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে এ লংমার্চ।

এসকে দোয়েল/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি সারজিস আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর