Logo

রাজনীতি

পিআর নিয়ে গণভোটের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে কে দিয়েছে : খসরু

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৯:৩৯

পিআর নিয়ে গণভোটের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে কে দিয়েছে : খসরু

ছবি : সংগৃহীত

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে গণভোট করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে কে দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মৌচাকে কসমস সেন্টারে আয়োজিত ‘ইলেকশন ২০২৬: অ্যা ক্রিটিক্যাল লুক অ্যাট প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন’ শীর্ষক সেমিনারে তিনি এই প্রশ্ন তোলেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলোতে ঐক্যমত হয়নি।’

আমির খসরু বলেন, ‘প্রথমত, এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে? আমাদেরকে জনগণ গণভোট করার দায়িত্ব দেয়নি।’

তিনি আরও বলেন, ‘দেশ প্রায় ১৪ মাস ধরে নির্বাচনহীন একটি সরকারের হাতে আছে। বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং জনগণের ওপর ছেড়ে দিতে হবে—তারা পিআর চায় নাকি প্রচলিত ব্যবস্থায় নির্বাচন চায়। তাই আগে আমাদের একটি নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ গঠন করতে হবে, তারপর প্রত্যেকটি দল তাদের বিষয়গুলো নিয়ে জনমত তৈরি করতে পারবে এবং জনগণের কাছে যেতে পারবে।’

পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর উদ্দেশে খসরু বলেন, ‘যারা পিআর চান, তাদের উচিত জনগণের ম্যান্ডেট আনা। ৩০টি রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার জনগণ কাউকে দেয়নি। জনগণ কী চায়, সেটি নির্বাচনের মাধ্যমেই নির্ধারণ করবে।’

তিনি বলেন, ‘জনগণ পিআর চায়, এমন কোনো জনসমর্থন তারা দেখাতে পারবে না। কমিশনের আলোচনায়ও এ নিয়ে স্পষ্ট কিছু নেই। তাহলে এই গণভোটের দাবি কেন?’

খসরু আরও বলেন, ‘বাংলাদেশে সংবিধানের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। বর্তমান সংবিধানের ভিত্তিতেই সরকার চলছে। সুতরাং বর্তমান সংবিধানের আওতায় অন্তর্বর্তী সরকার চলে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হলে প্রথম দায়িত্ব হচ্ছে সংবিধানের আওতায় নির্বাচন করা।’

তিনি বলেন, ‘ডেমোক্র্যাটিক প্রক্রিয়া শুরু হওয়ার পরে পাবলিক ডিসকাশ করা যায়, পার্লামেন্টারি ডিবেটে বলা যায়, পার্লামেন্টের ভেতরে-বাইরে বহু আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক দেশে ফিরতে হবে। এখন আমরা গণতান্ত্রিক অর্ডারের মধ্যে নেই। মনে রাখতে হবে যে, ডেমোক্রেসি ইজ এ কারেকশন প্রসেস।’

কিছু দলের দাবি অনুযায়ী, পিআর পদ্ধতি চালু হলে নির্বাচনে পেশিশক্তির প্রভাব কমবে। এ বিষয়ে খসরু বলেন, ‘পেশিশক্তির দৌরাত্ম্য কমানোর কথা বলে পিআর এনে একজন জনপ্রিয় প্রতিনিধিকে কেন বঞ্চিত করা হবে—এ যুক্তির ব্যাখ্যা তারা দিতে পারবে না। পেশিশক্তি রোধ করার জন্য রাষ্ট্র, আদালত, পুলিশ আছে। তাই নির্বাচন পদ্ধতি পাল্টানোর কোনো যৌক্তিকতা নেই।’

তিনি আরও বলেন, ‘সংসদ গঠিত হলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সংসদীয় কমিটিকে কার্যকর করে পার্লামেন্টারি হিয়ারিং শক্তিশালী করলে জনপ্রতিনিধিরাই জনগণের পক্ষে সিদ্ধান্ত নিতে পারবেন।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মামুন আল মোস্তফা।

কসমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউএনবির এডিটর-ইন-চিপ এনায়েতউল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় স্থানাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের আবুল হাসান রুবেল, গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং নির্বাচন কমিশনের সাবেক সচিব সম জকরিয়া প্রমূথ বক্তব্য রাখেন।

সূত্র : ইউএনবি

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর