Logo

রাজনীতি

নির্বাচন বিলম্বিত করতে জামায়াত পিআরের দাবিতে নেমেছে : মির্জা ফখরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৯:৫৮

নির্বাচন বিলম্বিত করতে জামায়াত পিআরের দাবিতে নেমেছে : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা জাতীয় নির্বাচন বিলম্বিত করতে জামায়াতে ইসলামীসহ কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে।

রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এর লক্ষ্য একটাই। সেই লক্ষ্য হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। আমাদের দলের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে। জনগণই এই পদ্ধতি গ্রহণ করবে না, চাপিয়ে দেওয়া কোনো কিছু এদেশের মানুষ মানবে না।’

তিনি অভিযোগ করেন, কিছু মানুষ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চাচ্ছে। তিনি বলেন, ‘কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে আমাদের ১৯৭১ সালের ইতিহাসকে ভুলিয়ে দিতে। এটি সবসময় মনে রাখতে হবে যে, একাত্তরে যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম। স্বাধীন হয়েছিলাম বলেই আজ আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি।’ 

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর