Logo

রাজনীতি

নভেম্বরে গণভোট চায় জামায়াত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:১৩

নভেম্বরে গণভোট চায় জামায়াত

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নভেম্বরে আলাদাভাবে গণভোট আয়োজনের জন্য তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে চাওয়া হয়েছে।

তিনি বলেন, পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতেও সংসদ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছেন।

সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন তিনি। বৈঠকে জামায়াতের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

তাহের বলেন, প্রবাসী ভোটারদের জন্য এনআইডি ও জন্মসনদের ভিত্তিতে ভোট দেওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ, জাল ভোট রোধ ও কর্মকর্তা নিয়োগে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়গুলোও আলোচিত হয়েছে।

তিনি বলেন, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে ব্যয় ও জটিলতা বাড়বে। একই দিনে ভোট হলে জনগণ শুধু নিজেদের দলের প্রার্থীর প্রতি মনোযোগ দেবে, যা গণভোটের ফলাফলের স্বচ্ছতাকে প্রভাবিত করতে পারে। তাই আলাদাভাবে আয়োজন করা উচিত।

পিআর পদ্ধতির কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। ইসি জানিয়েছে, সরকার সিদ্ধান্ত নিলে সব প্রস্তুতি গ্রহণে সক্ষম। এছাড়া নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার নিয়োগ লটের মাধ্যমে করার প্রস্তাবও এসেছে।

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর