ডাব বদলে এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস

বাংলাদেশ প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৪৪

বাংলাদেশ কংগ্রেস এবার তাদের দলীয় প্রতীক হিসেবে ‘ডাব’ পরিবর্তন করে জাতীয় ফুল ‘শাপলা’ বরাদ্দের দাবি জানিয়েছে। দলটির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত আবেদনপত্র জমা দেন।
দলটি দাবি করেছে, যদি ‘শাপলা’ নতুন দলীয় প্রতীক হিসেবে অনুমোদিত হয়, তবে বর্তমানে ব্যবহৃত ‘ডাব’ প্রতীকের পরিবর্তে প্রথম দাবিদার হিসেবে তাদের অগ্রাধিকার দিতে হবে। বাংলাদেশ কংগ্রেসের মতে, তারা ২০১৩ সাল থেকে দলীয় প্রতীক হিসেবে শাপলা ব্যবহার করে আসছে এবং দলের সব নথিপত্র ও প্রচারপত্রে এটি লোগো হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
২০১৭ সালে নিবন্ধনের সময় নির্বাচন কমিশন শাপলাকে জাতীয় প্রতীক হওয়ায় দলীয় প্রতীক হিসেবে ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিল। এরপর বিকল্প হিসেবে ‘বই’ প্রতীক প্রস্তাব করা হলেও, পরে কমিশন ‘ডাব’ প্রতীকের ব্যবহার বাধ্যতামূলক করে।
আবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি অন্যান্য রাজনৈতিক দলও শাপলা প্রতীকের জন্য আবেদন করেছে। তাই যদি সরকার জাতীয় প্রতীক ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে অনুমোদন দেয়, বাংলাদেশ কংগ্রেসকেই প্রথম অগ্রাধিকার দেওয়া উচিত।
এসআইবি/এমএইচএস