Logo

রাজনীতি

ছাত্রশিবিরের বিরোধীরা ইতিহাসে পরিণত হয়েছে : জাহিদুল ইসলাম

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৮:১২

ছাত্রশিবিরের বিরোধীরা ইতিহাসে পরিণত হয়েছে : জাহিদুল ইসলাম

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবিরের বিরোধিতা যারা করেছিল, তারা আজ ইতিহাসে পরিণত হয়েছে। অনেকে নিষিদ্ধও হয়ে গেছে, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাদের প্ররোচনায় পড়ে একটি শ্রেণি এখনো ছাত্রশিবিরের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

সোমবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজ শাখা আয়োজিত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘তায়েফের ময়দানে নবী করিম (সা.)-এর বিরুদ্ধে শিশুদেরও লেলিয়ে দেওয়া হয়েছিল। তাকে অপমান করা হয়েছিল, এমনকি পাথর নিক্ষেপও করা হয়েছিল। কিন্তু তিনি কোনো প্রতিশোধ নেননি; বরং দয়া ও সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন, তারা একদিন বুঝবে, তখন আর এমন করবে না।’

নারীদের মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসলাম আগমনের আগে নারীদের অবস্থা ছিল অবমাননাকর। কন্যাসন্তান জন্মালে পিতা-মাতা জীবিত কবর দিত। ইসলাম এসে সেই নারীকেই সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। নবী করিম (সা.) বলেছেন—‘মা সর্বোচ্চ সম্মান পাবেন।’ ছাত্রশিবিরও ইসলামের এই মূল্যবোধে বিশ্বাস করে এবং নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে অঙ্গীকারবদ্ধ।’

দেশপ্রেম নিয়ে জাহিদুল ইসলাম বলেন, ‘যারা ১৫ বছর ধরে দেশপ্রেমের কথা বলেছে, তারাই দেশের হাজার হাজার কোটি টাকা লুট করেছে, খুন ও গুমের রাজনীতি করেছে। ছাত্রশিবির এমন দেশপ্রেমিক চায় না। আমরা এমন দেশপ্রেমিক গড়ে তুলতে চাই, যারা অন্যায়, জুলুম ও লুটপাটমুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির স্বপ্ন দেখায়, লক্ষ্য ঠিক করে দেয় এবং সেই লক্ষ্য বাস্তবায়নের দিকনির্দেশনা দেয়। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে যা কিছু প্রয়োজন, তা করার উৎসাহ জোগায়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজ শিবিরের সভাপতি রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাসুদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি সহযোগী অধ্যাপক ওমর ফারুক, বুয়েটের শিক্ষার্থী ইরফান হাসান সাকিবসহ অনেকে।

অনুষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

আব্দুস সামাদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রশিবির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর